কিচেন তেলাপোকা মুক্ত রাখার উপায়

বর্তমানে তেলাপোকা নেই এমন বাসা একটাও খুঁজে পাওয়া যাবে না। তেলাপোকা খুবই বিরক্তিকর, যন্ত্রণাদায়ক একটি পোকা। প্রতিনিয়ত এই পোকার উপদ্রব বেড়েই চলেছে।
তেলাপোকা যেমন বিরক্তিকর তেমনি এটি স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। এটি খুবই নোংরা একটি পোকা যা খাবার নষ্ট করে ও পরিবেশ গন্ধযুক্ত করে।
শোবার ঘর থেকে শুরু করে কাপড়ের আলমারি, জুতার রেক, রান্নাঘর এমন কোনো জায়গা বাদ নেই যেখানে তেলাপোকার উপদ্রব নেই। বিশেষ করে অন্ধকার ও খাবার যেখানে থাকে সেখানে তেলাপোকা বেশি দেখা যায়।
তেলাপোকা আমাদের রান্নাঘরের জন্য খুবই ক্ষতিকর। এটি রান্নাঘরের জিনিসপত্রে হেঁটে বেড়ায় এবং চারিদিকে জীবাণু ছড়িয়ে দেয়। আর এই জীবাণু থেকে সৃষ্টি হয় নানা রকম রোগের। সর্দি বা হাপানি জনিত রোগ তেলাপোকার জন্য হয়ে থাকে।
বাজারে নানা প্রকার তেলাপোকা মারার ঔষুধ পাওয়া গেলেও বেশির ভাগ ক্ষেত্রে তেলাপোকা দুর করা সম্ভব হয় না। তাই সে ক্ষেত্রে আমাদের কিচেনে রাখতে হবে কিছু প্রয়োজনীয় উপাদান যা তেলাপোকার উপদ্রব কমাতে সাহায্য করবে।
তাহলে চলুন জেনে নেই তেলাপোকার উপদ্রব কমানোর জন্য আমাদের কি করতে হবে –
যা যা লাগবে :
- ৩ চামচ বেকিং সোডা/ বোরিক এসিড
- ১ টেবিল চামচ আটা
- পানি
যেভাবে তৈরি করবেন –
১. সমপরিমাণ বেকিং সোডা/ বোরিক এসিড এবং আটা মিশিয়ে নিন। তারপর এতে অল্প অল্প করে পানি মেশান।
২.ভালো করে মেশানো হলে রুটির মতো ডো তৈরি করুন। খেয়াল রাখতে হবে যাতে ডো টা বেশি শক্ত বা নরম না হয়।
৩. এবার এই ডো থেকে ছোট ছোট বল তৈরি করে যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব বেশি সেখানে সেখানে রেখে দিন। কয়েকদিন পর পরীক্ষা করে দেখুন যে তেলাপোকা মরে পড়ে আছে।
এভাবে করে তেলাপোকার উপদ্রব কমাতে পারবেন এবং দেখা যাবে যে রান্নাঘরে তেলাপোকার উপদ্রব কমে যাচ্ছে।
Thank you for reading!