এগ ডিলাইট
ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর বাচ্চাদের জন্য দুধ, ডিম প্রতিদিন খওয়া অনেক বেশী প্রয়োজন। কিন্তু বাচ্চারা খেতে চায় না তাই তাদের জন্য আজকের এই রেসিপি।

উপকরণঃ
ডিম ২ টি
দুধ ১/৪ কাপ
চিনি ২ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল
প্রনালিঃ
ডিম ফেটে দুধ, চিনি এবং লেবুর রস মিশিয়ে নিতে হবে। চুলায় সসপ্যান দিয়ে সব উপকরণ দিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। ডিম জমাট বেঁধে বুন্দিয়ার মতো ছোট ছোট গুলি হলে নামিয়ে নিতে হবে। ঠাণ্ডা করে পরিশন করুন।
রেসিপি দাতার নামঃ সিদ্দিকা কবির রেসিপি
(Visited 74 times, 1 visits today)
Thank you for reading!