এক জোড়া মাছ ১৫ লাখ টাকা!

৮ নভেম্বর মঙ্গলবার সকালে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গনির ‘এফবি মায়ের দোয়া ‘ নামের একটি ফিশিং ট্রলারে দুটি পোপা মাছ ধরা পড়ে। মাছ দুটির ওজন ২৪ কেজি ৯০০ গ্রাম ও ৩০ কেজি ৩০০ গ্রাম।
ট্রলারের মাঝি জানান, রোববার সকালে সাত জন মাঝিসহ ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাতে তারা সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেন। এর মধ্যে মঙ্গলবার সকালে জেলেরা জাল টেনে ওঠাতে গিয়ে দেখেন কোরাল জালে দুইটি বড় বড় কালা পোপা মাছ আটকা পড়েছে।
প্রথমে মাছ দুটির দাম হাকানো হয়েছিলো সাড়ে ১৫ লাখ টাকা। কারণ এ মাছের আকর্ষণ হলো পেটের মধ্যে থাকা পটকা থলি (এয়ার ব্লাডার)। এ বায়ুথলী দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের ব্যাপক চাহিদা।
ট্রলারের মালিক আবদুল গনি বলেন, এ পর্যন্ত সেন্ট মার্টিনে মাছ দুটির দাম উঠেছে সাড়ে ৮ লাখ টাকা। ভালো দামে বিক্রির আশায় তিনি মাছ দুটি বিক্রি করেননি। পরবর্তীতে মাছ দুটি কক্সবাজারে পাঠালে ক্রেতারা এর চেয়ে কম দাম বলেন। এর পর্যায়ে বাধ্য হয়ে মাছ দুটি ২লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।
ছবিঃ সংগৃহীত।
Thank you for reading!