ঈগল পাখি কিভাবে খাদ্য সংগ্রহ করে?

পাখি রাজা ঈগল। ঈগল পাখি মহিমান্বিত, এরা আকাশে মুক্ত ভাবে উড়ে বেড়ায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন ঈগল কি খায় এবং এরা কিভাবে তাদের খাদ্য সংগ্রহ করে?
তাহলে চলুন আজ আমরা এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেই –
পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। ঈগল পাখির ক্ষেত্রেও তাই।ঈগল মাংসাশী প্রাণী। ঈগলও অন্যান্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে জীবিকা নির্বাহ করে। ঈগল সরীসৃপ, ইদুর, সাপ, মাছ, পাখি, খরগোশ এমনকি কিছু ছোট স্তন্যপায়ী প্রাণী খায়।
ঈগলের খাদ্য সংগ্রহের প্রকিয়া:

ঈগল একপ্রকার বৃহৎ আকার, শক্তিধর, দক্ষ শিকারি পাখি। এরা বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে। এদের পায়ের নখগুলো খুব তীক্ষ্ম ও ধারাল। এই ধারালো ও তীক্ষ্ণ নখ দিয়ে এরা শিকার করে।
ঈগল পাখির রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। এর মাধ্যেমে আকাশে থাকা অবস্থাতেই ঈগল ২ মাইল বা ৫ কিলোমিটার পর্যন্ত দেখতে পায়, তাও আবার একদম স্পষ্ট! যা মানুষের দৃষ্টিশক্তি থেকে প্রায় ৮ গুণ বেশি। আর এই তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে ঈগল শিকার ধরার ক্ষেত্রে কাজে লাগায়। ঈগল যখন শিকারের খোঁজে বের হয় তখন এর দৃষ্টির কেন্দ্র জুড়ে থাকে সমস্ত জীবন্ত ও নতুন কোন শিকার।
প্রতিদিনকার খাদ্যের চাহিদা মিটাতে এরা কখনোই মৃত প্রাণী ভক্ষণ করে না। এর মাঝে বেশ রাজকীয় একটা ভাব রয়েছে। একবার শিকারের লক্ষ্যবস্তু নির্ধারণের পর যত বাধাই আসুক না কেন, ঈগল এর লক্ষ্য থেকে দৃষ্টি সরায় না। শিকার নাগালের মধ্যে আসার সাথে সাথে এরা এদের তীক্ষ্ণ নখগুলো দিয়ে নিমিষের মধ্যে শিকারকে ছিন্নভিন্ন করে দেয়। এভাবে ঈগল খাদ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।
Thank you for reading!