আজ বিশ্ব মৃত্তিকা দিবস
মাটিকে জীবিত রাখুন, জীববৈচিত্র্য রক্ষা করুন

ইতিহাসঃ২০০২ সালে প্রথম ” আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞান পরিষদ” কর্তৃক মৃত্তিকা পালনের প্রস্তাব করা হয়। এই প্রস্তাবের নেতৃত্বে ছিলেন থাইল্যান্ড এর রাজা ” H.M Bhumibol Adulyadej “. তার সম্মানেই মূলত ডিসেম্বর ৫, যা তার জন্মদিন, মৃত্তিকা দিবস হিসেবে নির্বাচিত হয়। ২০১৩ সালে FAO ( Food and Agriculture Organization) এর সম্মেলনে সর্বসম্মতিক্রমে ডিসেম্বর ৫ কে মৃত্তিকা দিবস হিসেবে অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ২০১৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিনকে মৃত্তিকা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
মাটি দিবস ২০২০ঃ এবছর মাটি দিবসের স্লোগান হলো, “মাটিকে জীবিত রাখুন, জীববৈচিত্র্য রক্ষা করুন। ” মাটি একটি জীবিত সম্পদ। এটি পৃথিবীর ২৫% জীববৈচিত্রের উৎস। ১ চামচ মাটিতে ততগুলো জীব থাকে যত মানুষ এই পৃথিবীতে আছে। পৃথিবীতে যত জীব আছে তার ৯০% মাটিতে বাস করে বা জীবনচক্রের কোনো একটা পর্যায়ের জন্য মাটির উপর নির্ভরশীল।
বর্তমানে আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে ঝুঁকির সংবাদ হচ্ছে খুব দ্রুত জীববৈচিত্র হ্রাস পাচ্ছে আমাদের মাটির। অতিরিক্ত সার প্রয়োগ, কৃষি অব্যবস্থাপনা, অতিরিক্ত জনসংখ্যা সহ আরো নানান কারনে মাটি হারেচ্ছে তার বৈচিত্র৷তাই বাস্তুতন্ত্র রক্ষায় এবং আমাদের ভবিষ্যত কে রক্ষা করতে আমাদের মাটি রক্ষায় নামতে হবে৷
Thank you for reading!