আইসিং সুগার ফ্রস্টিং
বিটার ছাড়া তৈরি করুণ ফ্রস্টীং ।

উপকরনঃ
আইসিং সুগার ১ কাপ
মাখন ২ টেবিল চামচ
লবন ১/৪ চা চামচ
ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
ঘনদুধ বা দুধের সর ১ টেবিল চামচ
প্রণালীঃ
আইসিং সুগার চেলে নিন । মাখন চামচ দিয়ে ফেটে মসৃণ করে নিন । অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে ফেটে নিন । লবন এবং ভ্যানিলা মিশিয়ে নিন । ঘন দুধ দিয়ে কেকে মাখাবার মতো নরম এবং মসৃণ করে ফেটে নিন । ২০ সেমি * ২০সেমি *৫ সেমি মাপের চারকোনা প্লেন অথবা স্পঞ্জ কেকে ফ্রস্ট্রিং ব্যাবহার করে নিন।
রেসিপি- সিদ্দিকা কবির ।
(Visited 105 times, 1 visits today)
Thank you for reading!